ঢাকা: জলবায়ু পরিবর্তনের কারণে সমগ্র পৃথিবী সাংঘাতিক অনিশ্চয়তার মধ্যে রয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমেদ।
শনিবার (০৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে জলবায়ু পরিবর্তন নিয়ে ইকুইটি বিডি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
খলীকুজ্জমান বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য সবাইকে ভুগতে হবে। হয়তো স্বল্প উন্নত দেশগুলো (এলডিসি) আগে ধুকবে। আর এলডিসি দেশগুলো আক্রান্ত হলে উন্নত দেশগুলোতেও তার প্রভাব পড়বে। কেউ এর হাত থেকে রেহাই পাবে না।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে কি ধরণের প্রভাব পড়বে, তা এখনই বলা যাবে না। ২০৩০ সালের পরে এটি সম্পর্কে ধারণা পাওয়া যাবে। বর্তমানে আমরা সবাই ধোঁয়াশার মধ্যে আছি। জলবায়ু পরিবর্তন নিয়ে সমগ্র পৃথিবীই সাংঘাতিক অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
পিকেএসএফ’র এই চেয়ারম্যান বলেন, বাংলাদেশে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে দুটি পদ্ধতিতে কাজ করা হচ্ছে। এর মধ্যে একটি মাধ্যম হলো সিভিল সোসাইটি এবং অন্য মাধ্যমটি সরকার। দু’টি মাধ্যমেই কার্যক্রম প্র্রায় একই ধরণের।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব শহিদুল হক, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এএসএস/আরআই