ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় জাতীয় সমবায় দিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
বগুড়ায় জাতীয় সমবায় দিবস পালন ছবি: আরিফ জাহান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ৪৪তম জাতীয় সমবায় দিবস ২০১৫ পালন করা হয়েছে।
 
শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসন ও জেলা সমবায় অফিসের আয়োজনে এবং সদর উপজেলা সমবায়ী বৃন্দের সহযোগিতায় এসব কর্মসূচি পালন করা হয়।


 
দিবসটি উপলক্ষে বগুড়া জেলা স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের সাতমাথা হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
 
পরে মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খোরশেদ আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সারিয়াকান্দি-সোনাতলা আসনের সরকারদলীয় এমপি আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সমবায় ব্যাংক লিমিটেড বগুড়া’র সভাপতি আমিনুল ইসলাম ডাবলু প্রমুখ।  
 
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
এমবিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।