মানিকগঞ্জ: চিহ্নিত মাদক ব্যবসায়ী সালাউদ্দিনকে গ্রেফতার দাবিতে মানিকগঞ্জের সিংগাইরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে সিংগাইর-ঘোনাপাড়া সড়কে বিক্ষোভ মিছিল করার পর মানববন্ধন করেন তারা।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন- কামাল হোসেন, আরশেদ আলী ও আনোয়ারা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, সালাউদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও পুলিশ তাকে গ্রেফতার করছে না। তাই অবিলম্বে তাকে গ্রেফতারের দাবি জানান তারা।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এএটি/পিসি