ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিংগাইরে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
সিংগাইরে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: চিহ্নিত মাদক ব্যবসায়ী সালাউদ্দিনকে গ্রেফতার দাবিতে মানিকগঞ্জের সিংগাইরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
 
শনিবার (৭ নভেম্বর) দুপুরে সিংগাইর-ঘোনাপাড়া সড়কে বিক্ষোভ মিছিল করার পর মানববন্ধন করেন তারা।


 
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন- কামাল হোসেন, আরশেদ আলী ও আনোয়ারা বেগম প্রমুখ।
 
বক্তারা বলেন, সালাউদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও পুলিশ তাকে গ্রেফতার করছে না। তাই অবিলম্বে তাকে গ্রেফতারের দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।