চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ৮০ কেজি গাঁজাসহ এক ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
শনিবার (০৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার ওনকোট মুন্সিরহাট গ্রামের মৃত আমির হোসেনের ছেলে ট্রাক চালক জামাল হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আটরাশিয়া গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে হেলপার তৌহিদুল ইলাম।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম মিয়া বাংলানিউজকে জানান, চৌদ্দগ্রাম থেকে ট্রাকে করে এ গাঁজা ঢাকায় নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসআর