ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

দাউদকান্দিতে ৮০ কেজি গাঁজাসহ আটক ২

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
দাউদকান্দিতে ৮০ কেজি গাঁজাসহ আটক ২ ছবি : প্রতীকী

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ৮০ কেজি গাঁজাসহ এক ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

শনিবার (০৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটকরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার ওনকোট মুন্সিরহাট গ্রামের মৃত আমির হোসেনের ছেলে ট্রাক চালক জামাল হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আটরাশিয়া গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে হেলপার তৌহিদুল ইলাম।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম মিয়া বাংলানিউজকে জানান, চৌদ্দগ্রাম থেকে ট্রাকে করে এ গাঁজা ঢাকায় নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।