সাভার(ঢাকা): ‘‘সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে পালিত হয়েছে ৪৪তম জাতীয় সমবায় দিবস ২০১৫।
শনিবার (০৭ নভেম্বর) দুপুরে উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের হয।
পরে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা দেশের উন্নয়ন ও জনসাধারণের আর্থিক সামাজিক উন্নয়নের ব্যাপারে সমবায়কে সর্বক্ষেত্রে প্রাধান্য দেওয়ার আহবান জানান। সমবায় বাজার স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের তাগিদ দেন। প্রয়োজনে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য ডা. এনামুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা প্যানেল চেয়ারম্যন-১ মো. পারভেজ দেওয়ান, উপজেলা সমবায় অফিসার মনিরা আখতার।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ০৭,২০১৫
বিএস