ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

জেইউজে’র কাউন্সিলর নির্বাচন সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
জেইউজে’র কাউন্সিলর নির্বাচন সম্পন্ন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: সাংবাদিক ইউনিয়ন যশোরের (জেইউজে) কাউন্সিলর নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার (০৭ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাব যশোরে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে জেইউজের ৮০ ভোটারের মধ্যে ৫৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

জেইউজে’র কাউন্সিলর নির্বাচন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শেখ আব্দুল্লাহ হুসাইন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচিত ৮ কাউন্সিলর হলেন- ফকির শওকত (দ্যা রিপোর্ট), নূর ইসলাম (মানব জমিন), এম আইউব (পূর্বাঞ্চল), মোস্তফা রুহুল কুদ্দুস (সংগ্রাম ও লোকসমাজ), সাইফুল ইসলাম সজল (বাংলাদেশ প্রতিদিন ও এনটিভি), রফিকুল ইসলাম (গ্রামের কাগজ), কাজী আশরাফুল আজাদ(স্পন্দন) ও জুয়েল মৃধা (সময় টিভি ও গ্রামের কাগজ)।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।