ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শাহজাদপুরে সংঘর্ষে ২ বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
শাহজাদপুরে সংঘর্ষে ২ বৃদ্ধ নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের মোয়াখোলা গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ২০ জন।



শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন-ওই গ্রামের ইউসুফ আলী (৬৫) ও মোজাম্মেল হক (৬০)। এদের মধ্যে ইউসুফ প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ও মোজাম্মেল আতঙ্কে মারা যান।

আহতদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোয়াকোলা গ্রামের নুহু মোল্লা ও শহীদ মোল্লা গ্রুপের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। শুক্রবার রাতে নুহু মোল্লা আত্মীয়ের বাড়ি থেকে বাড়ি ফেরার পথে মাঠের মধ্যে কয়েক যুবককে আড্ডা দিতে দেখেন। এসময় তিনি তাদের রাতে আড্ডা না দিয়ে বাড়ি যেতে বললে তারা নুহু মোল্লার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। নুহু মোল্লা এ কথা এলাকার মুরুব্বিদের জানালে তারা শনিবার সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নেন। কিন্তু শনিবার সকালে সালিশ বৈঠকের আগেই শহীদ মোল্লার লোকজন নুহু মোল্লার লোকজনের ওপর হামলা চালায়। এতে বাধা দিলে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নুহু মোল্লা গ্রুপের ইউসুফ আলী মারা যান। এসময় উভয়পক্ষের আরো ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, সংঘর্ষ চলাকালে আতঙ্কে স্থানীয় বৃদ্ধ মোজাম্মেল হক এক প্রতিবেশীর ঘরের সিলিংয়ের ওপর আশ্রয় নেন। পরে বিকেল ৩টার দিকে সেখানে তার মরদেহ পাওয়া যায়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, খবর পেয়ে পুলিশ নিহত দু’জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।