ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাবিতে দুই বাংলার চলচ্চিত্র উৎসব ১৮ নভেম্বর

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
রাবিতে দুই বাংলার চলচ্চিত্র উৎসব ১৮ নভেম্বর

রাবি: ফ্রেমে-প্রেমে দুই বাংলা-এ স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সপ্তাহব্যাপী ‘দুই বাংলার চলচ্চিত্র উৎসব-২০১৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৮ নভেম্বর থেকে শুরু হয়ে এ উৎসব চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।



রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এবং বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ক্যাম্পাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসবের আয়োজন করছে।

শনিবার (০৭ নভেম্বর) দুপুর ১২টায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও রাবি চলচ্চিত্র সংসদের সভাপতি ড. সাজ্জাদ বকুল লিখিত বক্তব্যে জানান, ১৮ নভেম্বর সকালে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে এ উৎসবের উদ্বোধন করেন আন্তর্জাতিকভাবে নন্দিত ভারতীয় চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্ত ও বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার নাসির উদ্দীন ইউসুফ।

উৎসবের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম এবং ‘সূর্যদীঘল বাড়ি’ ছবির অন্যতম পরিচালক মসিহউদ্দিন শাকের।

উৎসবে সাতদিনে দুই বাংলার খ্যাতিমান চলচ্চিত্রকারদের নির্মিত পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য মিলিয়ে ২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এছাড়া ১৯, ২০ ও ২৩ নভেম্বর চলচ্চিত্র বিষয়ে লিখিত ১০টি প্রবন্ধ নিয়ে তিনটি সেমিনার অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন ও অর্থনীতি বিভাগের গ্যালারিতে চলচ্চিত্র প্রদর্শনী এবং ডিনস কমপ্লেক্সের কনফারেন্স হলে সেমিনারগুলো অনুষ্ঠিত হবে।

সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনীসহ সব অনুষ্ঠান দর্শক-শ্রোতার জন্য উন্মুক্ত থাকবে।

ঢাকার ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ, রাজশাহীর ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি ও রাজশাহী ফিল্ম সোসাইটির সহযোগিতায় আয়োজিত এ উৎসবে আর্থিক পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারতীয় হাইকমিশন।

চলচ্চিত্র প্রদর্শনী ও সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন, কলকাতার চিত্রনাট্যকার ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি প্রেমেন্দ্র মজুমদার, এপার বাংলার খ্যাতিমান সিনেমাটোগ্রাফার আনোয়ার হোসেন, চলচ্চিত্রকার মানজারেহাসীন মুরাদ, চলচ্চিত্রকার আবু সাইয়ীদ, চলচ্চিত্রকার ও সম্পাদক সাইদুল আনাম টুটুল, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারপারসন ড. এ জে এম শফিউল আলম ভুঁইয়া, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, ড. সাজেদুল আউয়াল, ড. ফাহমিদুল হক, খ্যাতিমান শব্দ প্রকৌশলী রতন পাল প্রমুখ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ও দুই বাংলার চলচ্চিত্র উৎসব-২০১৫ উদযাপন কমিটির আহ্বায়ক ড. প্রদীপ কুমার, বিভাগের সহকারী অধ্যাপক শাতিল সিরাজ, প্রভাষক মামুন আবদুল কাইয়ুম, রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবির লিটন ও ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মাসুদ।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।