ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে বাসচাপায় ইজিবাইক চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
রাজবাড়ীতে বাসচাপায় ইজিবাইক চালক নিহত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: রাজবাড়ী-ফরিদপুর সড়কের গোয়ালন্দ মোড়ে বাসের চাপায় মহিদুল সেখ (১৯) নামে ব্যাটারিচালিত এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।

শনিবার (০৭ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



নিহত চালক মহিদুল সেখ জেলা সদরের শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের আব্দুল গফুর সেখের ছেলে।

এতে আহত হন ইজিবাইকের মালিক আহলাদীপুর গ্রামের মো. ছলেমানের ছেলে মো. মিজান (৩০) ও আরো অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি। তাদের রাজবাড়ী সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহলাদীপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোল্লা মিজানুর রহমান বাংলানিউজকে জানান, দুপুর পৌনে ১২টার দিকে ফরিদপুর থেকে ঢাকাগামী জাকির পরিবহনের একটি গোয়ালন্দ মোড়ে আসলে হঠা‍ৎ একটি চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলেই চালক নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।