ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ৪ ভুয়া পরীক্ষার্থীকে এক বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
ফরিদপুরে ৪ ভুয়া পরীক্ষার্থীকে এক বছরের কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুরে অনার্স ২য় বর্ষের ইংরেজি পরীক্ষায় অংশ নেওয়া ৪ ভুয়া পরীক্ষার্থীকে এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (০৭ নভেম্বর) সকালে পরীক্ষা চলাকালে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ কেন্দ্র থেকে তাদেরকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

পরে দুপুরে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান এ সাজা দেন।
 
সাজাপ্রাপ্তরা হলেন- মেহেদী হাসান মারুফ, আবু বক্কর সিদ্দিকী, নাইম আহমেদ ও ইমু বিন তসলিম। তারা সকলেই ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী।

সাজাপ্রাপ্ত শিক্ষার্থীরা জানান, প্রবেশপত্রে ছবি পরিবর্তন করে তারা তাদের বন্ধু ও স্বজনদের সহযোগিতা করতেই পরীক্ষা দিতে আসেন।

সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসিনা বানু জানান, পরীক্ষার হলে সন্দেহ হওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তারা স্বীকার করেন যে, তারা প্রবেশপত্রে ছবি পরিবর্তন করে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
আরকেবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।