মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আবু সাঈদ মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার ঘোষপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শেখ আবু হাসান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধ সাঈদ ডুবে যান। পরিবারের লোকজন তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।
পরে, পুকুরে তাকে দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক শেখ আবু হাসান তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
এমজেড