ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেফতারকৃত আসামি ছিনিয়ে নিয়েছে মাদক ব্যবসায়ীরা। এতে দুই পুলিশ সদস্য আহত হন।



শনিবার (০৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চরপোগলদিঘা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশের একটি পিস্তলও ছিনিয়ে নেয় হামলাকারীরা। পরে পিস্তলটি উদ্ধার করা হয়।

সরিষাবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, উপজেলার তারাকান্দি তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবু সাইদ, কনস্টেবল সরোয়ার হোসেনসহ একদল পুলিশ সকালে চরপোগলদিঘা দক্ষিণপাড়া গ্রামের মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি হাফিজুর রহমান হাবুর (২৫) বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এ সময় স্থানীয় মাদক ব্যবসায়ীরা জোটবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাবুকে ও এসআই আবু সাইদের পিস্তলটি ছিনিয়ে নেয়। হামলায় এসআই আবু সাইদ এবং পুলিশ সদস্য সরোয়ার হোসেন আহত হন।
 
পরে দুপুর ১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে প্রতিবেশী সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের বাঁশযান গ্রামের কাঁশবন থেকে পিস্তলটি উদ্ধার করে।

এদিকে, ছিনিতাই হওয়া আসামি হাবুর স্ত্রী ময়না বেগমকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
 
এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার (এসপি) মো. নিজাম উদ্দিন জানান, সংবাদ পেয়ে তিনি এএসপি শরিফুল ইসলাম, সদর সার্কেলের এএসপি মনিরুজ্জামান মনিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসআর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।