ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে স্পিনিং মিলে আগুন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
রূপগঞ্জে স্পিনিং মিলে আগুন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি রপ্তানিমুখী স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মিলের কিছু মেশিনারিজ ও তুলা পুড়ে গেছে।



শনিবার (০৭ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার তারাব পৌরসভার হাটিপাড়া এলাকার আব্দুল্লাহ স্পিনিং মিলে এ দুর্ঘটনা ঘটে।

দ্রুত ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মিলের প্রশাসনিক কর্মকর্তা নুর আলম বাংলানিউজকে জানান, দুপুরে স্পিনিং  সেকশনে হঠাৎ করে আগুন ধরে যায়। মুহূর্তে আগুন পুরো মিলে ছড়িয়ে পড়ে। এতে শ্রমিকরা ছোটাছুটি করতে শুরু করেন।

খবর পেয়ে সারুলিয়া ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট, ডেমড়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট, হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও ঢাকা ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ১টি ইউনিট এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  

আগুনে বৈদ্যুতিক ক্যাবল, ৬টি মোটর, তুলাসহ প্রায় ২০ লাখ টাকার মালপত্র পুড়ে গেছে বলে মালিকপক্ষের দাবি।

এ বিষয়ে ডেমড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বজলুর রশিদ বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।