ঝিনাইদহ: ঝিনাইদহে জ্বলন্ত চুলার ওপর ফেলে স্ত্রী সাথী খাতুনকে(৩০) হত্যা চেষ্টা করেছেন স্বামী আব্দুল মালেক।
শনিবার(০৭ নভেম্বর)সকাল ১০টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার কাপাসহাটিয়া ইউনিয়নের ভালকী গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, সকালে রান্না করছিলেন সাথী খাতুন। এ সময় পারিবারিক কলহের জের ধরে স্বামী আব্দুল মালেক তাকে জ্বলন্ত চুলার ওপর ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে ঝলসে যান সাথী। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এরশাদুল কবীর চৌধুরী বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
পিসি/