ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

জ্বলন্ত চুলার ওপর ফেলে স্ত্রীকে হত্যা চেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
জ্বলন্ত চুলার ওপর ফেলে স্ত্রীকে হত্যা চেষ্টা

ঝিনাইদহ: ঝিনাইদহে জ্বলন্ত চুলার ওপর ফেলে স্ত্রী সাথী খাতুনকে(৩০) হত্যা চেষ্টা করেছেন স্বামী আব্দুল মালেক।

শনিবার(০৭ নভেম্বর)সকাল ১০টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার কাপাসহাটিয়া ইউনিয়নের ভালকী গ্রামে এ ঘটনা ঘটে।

  

এলাকাবাসী জানান, সকালে রান্না করছিলেন সাথী খাতুন। এ সময় পারিবারিক কলহের জের ধরে স্বামী আব্দুল মালেক তাকে জ্বলন্ত চুলার ওপর ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে ঝলসে যান সাথী। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এরশাদুল কবীর চৌধুরী বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।