রাজবাড়ী: রাজবাড়ী সাদ (১৩) নামে এক স্কুলছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৮ নভেম্বর) সকাল ৮টার দিকে সদর থানার পিছনের সড়কে এ ঘটনা ঘটে।
তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সাদ জেলা সদরের মিজানপুর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের সাবেক সেনা সদস্য আব্দুস সোবাহানের ছেলে। সে শহরের অংকুর স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র।
আহত সাদের বাবা আব্দুস সোবাহান বাংলানিউজকে বলেন, সকালে শহরের মণ্ডলবাড়ি মসজিদ সংলগ্ন অংকুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক লিয়াকত আলির বাসায় প্রাইভেট পড়ে নতুন বাজার এলাকার নিজ বাসায় ফিরছিল সাদ। এ সময় সদর থানার পিছনের রাস্তায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
সদর হাসপাতালের চিকিৎসক শামিম বাংলানিউজকে বলেন, ধারালো অস্ত্রের আঘাতে সাদের গলার অনেকটা কেটে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন বাংলানিউজকে বলেন, সাদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।
খবর পেয়ে রাজবাড়ী পুলিশ সুপার জিহাদুল কবির, অংকুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও সহপাঠীরা হাসপাতালে ছুটে আসেন।
বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
এমজেড