ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে গাঁজাসহ আটকের পর মাদক ব্যবসায়ীকে ছেড়ে দিলো পুলিশ !

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
শেরপুরে গাঁজাসহ আটকের পর মাদক ব্যবসায়ীকে ছেড়ে দিলো পুলিশ !

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় লিটন খন্দকার (৪৫) নামে তালিকাভুক্ত এক মাদকদ্রব্য ব্যবসায়ীকে গাঁজাসহ আটকের পর পুলিশ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

 
 
আটক মাদক ব্যবসায়ী উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি একই ইউনিয়নের খন্দকারটোলা গ্রামের মৃত খোরশেদ আলী খন্দকারের ছেলে বলে জানা গেছে।
 
শনিবার (৭ নভেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে থানায় আনে। পরে শনিবার (৭ নভেম্বর) বেলা ২টার দিকে থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।
 
স্থানীয়রা জানান, লিটন খন্দকার দীঘদিন ধরে দলের নাম ভাঙিয়ে বেশ দাপটের সঙ্গে এলাকায় বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা করে আসছে। এর ধারাবাহিকতায় ২০১৪ সালের ১৪ এপ্রিল পুলিশ তাকে বিপুল সংখ্যক ভারতীয় বিক্রি নিষিদ্ধ ফেন্সিডিলসহ আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে শেরপুর থানায় মামলা করা হয়। সেই মামলায় তিনি জামিনে রয়েছেন।
 
নাম প্রকাশ না করার শর্তে এলাকার বেশ কয়েকজন ব্যক্তি বাংলানিউজকে জানান, জামিনে জেল থেকে বেরিয়ে আসার পর লিটন খন্দকার ফের নব উদ্যমে মাদকদ্রব্যের ব্যবসা শুরু করে। শনিবার (৭ নভেম্বর) পুলিশ তাকে গাঁজাসহ আটক করে বলে সূত্রটি জানায়।
 
শনিবার (৭ নভেম্বর) বেলা আড়াইটার দিকে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বাংলানিউজকে জানান, লিটন খন্দকারকে কিছু বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আনা হয়েছিল। তার কাছে গাঁজা বা অন্য কোন মাদকদ্রব্য পাওয়া যায়নি। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা দাবি করেন।      
 
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
এমবিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।