মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়ায় সাপেড় কামড়ে জাহিদুল ইসলাম নামে সাত বছর বয়সী এক স্কুল ছাত্র মারা গেছে।
শনিবার (৭ নভেম্বর) ভোরে উপজেলার গোপালপুর দক্ষিণপাড়া এলাকায় জাহিদুলের বাড়িতে তার মৃত্যু হয়।
স্থানীয় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাহিদুল ওই এলাকার মনির হোসেনের ছেলে।
এ প্রসঙ্গে তার প্রতিবেশীরা জানান, বৃহস্পতিবার বিকেলে খরের গাদার পাশ দিয়ে যাওয়ার সময় বিষধর সাপ কামড় দেয় জাহিদকে। কিন্তু তার পরিবারের সদস্যরা অবহেলা করে হাসপাতালে না নিয়ে গিয়ে কেবল কবিরাজ দিয়ে ঝার-ফুক করায়। পরে শুক্রবার ভোরে জাহিদ মারা যায়।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এটি