ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সাটুরিয়ায় সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
সাটুরিয়ায় সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়ায় সাপেড় কামড়ে জাহিদুল ইসলাম নামে সাত বছর বয়সী এক স্কুল ছাত্র ম‍ারা গেছে।

শনিবার (৭ নভেম্বর) ভোরে উপজেলার গোপালপুর দক্ষিণপাড়া এলাকায় জাহিদুলের বাড়িতে তার ম‍ৃত্যু হয়।



স্থানীয় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাহিদুল ওই এলাকার মনির হোসেনের ছেলে।

এ প্রসঙ্গে ‍তার প্রতিবেশীরা জানান, বৃহস্পতিবার বিকেলে খরের গাদার পাশ দিয়ে ‍যাওয়ার সময় বিষধর সাপ কামড় দেয় জাহিদকে। কিন্তু তার পরিবারের সদস্যরা অবহেলা করে হাসপাতালে না নিয়ে গিয়ে কেবল কবিরাজ দিয়ে ঝার-ফুক করায়। পরে শুক্রবার ভোরে জাহিদ মারা যায়।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।