ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের উত্তর আমুয়া রামনাম সিংহের সেবা আশ্রমের দরজার তালা ভেঙে ১১টি পিতলের মূর্তি চুরি হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাতের কোনো এক সময় চুরির এ ঘটনা ঘটে।
আশ্রমের সেবায়েত মুকুন্দ গোসাই বাংলানিউজকে বলেন, সকালে সেবা আশ্রমে গিয়ে তিনি দরজার তালা ভাঙা দেখতে পান। ভেতরে ঢুকে ১১টি মূর্তিসহ বিভিন্ন মালামাল চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত হন তিনি।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বাংলানিউজকে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
এমজেড