ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কাঁঠালিয়ায় আশ্রমের ১১টি পিতলের মূর্তি চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
কাঁঠালিয়ায় আশ্রমের ১১টি পিতলের মূর্তি চুরি

ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের উত্তর আমুয়া রামনাম সিংহের সেবা আশ্রমের দরজার তালা ভেঙে ১১টি পিতলের মূর্তি চুরি হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাতের কোনো এক সময় চুরির এ ঘটনা ঘটে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে ঝালকাঠি সার্কেল এসপি মাহমুদ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আশ্রমের সেবায়েত মুকুন্দ গোসাই বাংলানিউজকে বলেন, সকালে সেবা আশ্রমে গিয়ে তিনি দরজার তালা ভাঙা দেখতে পান। ভেতরে ঢুকে ১১টি মূর্তিসহ বিভিন্ন মালামাল চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত হন তিনি।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বাংলানিউজকে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।