ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

প্রেম প্রস্তাবে সাড়া না দেওয়ায় স্কুলছাত্রীকে পিটিয়ে আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
প্রেম প্রস্তাবে সাড়া না দেওয়ায় স্কুলছাত্রীকে পিটিয়ে আহত

মাগুরা: মাগুরায় প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক স্কুলছাত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছেন কুদ্দুস নামে এক বখাটে যুবক।

শনিবার (০৭ নভেম্বর) দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলার চাপাতলা গ্রামে এ ঘটনা ঘটে।



আহত ছাত্রীকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে উপজেলার কানুটিয়া আবদুল আলা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

আহত ছাত্রীর বড় ভাই বাংলানিউজকে জানান, চর চাপাতলা গ্রামের পাঁচু মোল্লার ছেলে কুদ্দুস (২২) দীর্ঘদিন ধরে তার বোনকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। রাজি না হওয়ায় স্কুলে যাওয়া-আসার পথে তাকে উত্ত্যক্ত করতেন কুদ্দুস।

শনিবার দুপুরে স্কুল শেষে বাড়ি ফেরার পথে কুদ্দুস তার বোনের গতিরোধ করে প্রেমের প্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় কুদ্দুস তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।

এ সময় তার বোনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় কুদ্দুস। পরে স্থানীয়রা তার বোনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কানুটিয়া আবদুল আলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হায়দার হিরু মিয়া বাংলানিউজকে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুলিশকে এ ঘটনা জানানো হয়েছে।

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। বখাটে ওই যুবককে আটক করতে চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।