ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে স্কুল স্থানান্তর না করার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
কুড়িগ্রামে স্কুল স্থানান্তর না করার দাবিতে মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদরের গোয়াইলপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থানান্তর না করার দাবিতে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

শনিবার (৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



এলাকাবাসী ও শিক্ষার্থীরা জানায়, ২০১৩ সালে ব্রহ্মপুত্রের ভাঙনে গোয়াইলপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বিলীন হয়ে যায়। এরপর বিদ্যালয়টি রলাকাটা পশ্চিমপাড়ে স্থানান্তর করে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা হয়।

কিন্তু উপজেলা শিক্ষা কমিটি চরাঞ্চলের শিক্ষার্থীদের কথা বিবেচনা না করে চলতি বছরের (৫ নভেম্বর) পুনরায় বিদ্যালয়টি ব্রহ্মপুত্রের পূর্বপাড়ে পূর্বরলাকাটায় স্থানান্তরের সিদ্ধান্ত নেয়।

বিদ্যালয়টি পূর্বপাড়ে স্থানান্তরিত হলে ৯০ ভাগ শিক্ষার্থীকে ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে বিদ্যালয়ে যেতে হবে। এতে করে অধিকাংশ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই বিদ্যালয়টি বর্তমান অবস্থান থেকে স্থানান্তর না করার দাবি জানান তারা।

মানববন্ধন শেষে অভিভাবকদের পক্ষে আব্দুল মোতালেব, আনছার আলী ও জাহিদুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেন।

বাংলাদেশ সময় : ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।