কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় রেললাইনে কাটা পড়ে আব্দুল্লাহ (২৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে ভৈরব রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ জেলার তাড়াইল উপজেলার সাহাপুর গ্রামের তৈয়ব আলী ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আড়াইসিদা কামিল মাদ্রাসার কামিল ১ম পর্বের ছাত্র।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বাংলানিউজকে বলেন, মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটছিল আব্দুল্লাহ। এ সময় চট্টগ্রাম থেকে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি বারবার হু্ইসেল দিলেও আব্দুল্লাহ রেললাইন থেকে সরেনি। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ওসি আরও বলেন, নিহত আব্দুল্লাহর মোবাইল ফোন থেকে পরিবারের লোকজনের মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে খবর দেওয়া হয়েছে। তারা ভৈরব রেলওয়ে থানার উদ্দেশে রওনা হয়েছেন।
আড়াইসিদা কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল নুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, দুপুরে আব্দুল্লাহ মাদ্রাসায় রেজিস্টেশন করে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
এমজেড