ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশে আসছেন ভারতের মাহমুদ মাদানী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
বাংলাদেশে আসছেন ভারতের মাহমুদ মাদানী মাওলানা মাহমুদ মাদানী

ঢাকা: ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি মাওলানা মাহমুদ মাদানী রোববার (৮ নভেম্বর) বাংলাদেশে আসছেন।

শনিবার (০৭ নভেম্বর) বাংলাদেশ জমিয়তুল উলামার মিডিয়া কো অর্ডিনেটর মাওলানা মাসউদুল কাদিরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, বিশ^শান্তি ও কল্যাণ কামনায় আয়োজিত বিভিন্ন ইসলামি অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসছেন মাহমুদ মাদানী।
রোববার সকাল ১০টায় আখাউড়া স্থলবন্দর হয়ে সিলেটের উদ্দেশে সফর শুরু করবেন তিনি।

ভারত থেকে মোবাইলে মাওলানা মাদানীর ব্যক্তিগত সহকারী জানান, জমিয়ত সেক্রেটারি সিলেট যাওয়ার পথে শায়েস্তাগঞ্জ মাদ্রাসায়ে নূরে মদীনা, মৌলভীবাজার জামিয়া লুৎফিয়া বরুণায় আয়োজিত অনুষ্ঠানে আলোচনা করবেন। ওই দিনই বাদ মাগরিব সিলেট শাহী ঈদগাহ ময়দানে স্থানীয় ইকরা আয়োজিত মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

এছাড়া ৯ ও ১০ নভেম্বর সুনামগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাটসহ সিলেট জেলার আরও বেশক’টি সম্মেলনে তিনি যোগ দেবেন বলে জানান তার ব্যক্তিগত সহকারী।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ নভেম্বর বাদ মাগরিব রাজধানীর নিকুঞ্জ মাদ্রাসা উসমানে এবং বাদ এশা মিরপুরের জামেউল উলূমে আলোচনা করবেন তিনি।

১২ নভেম্বর বাদ ফজর, রাজফুলবাড়ীয়া মাদ্রাসা সাভার, সকাল ৯টায় আফতাবনগর মাদ্রাসায় আলোচনা শেষে ১০টায় বাংলাদেশ জমিয়তুল উলামার উদ্যোগে আয়োজিত খিলগাঁওয়ের জামিয়া ইকরা মিলনায়তনে তরুণ নেতৃত্বের প্রশিক্ষণমূলক সভায় বক্তব্য দেবেন মাহমুদ মাদানী।

এছাড়া বাদ মাগরিব মালিবাগ জামিয়া শারইয়্যায় ও বাদ এশা মুহাম্মদবাগ শনির আখরার মহাসম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

১৩ নভেম্বর বাংলাদেশ সফর শেষে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন মাহমুদ মাদানী।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ০৭ ২০১৫
পিআর/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।