ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে পানিতে ডুবে মাহিন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (০৭ নভেম্বর) দুপুরে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ধনারভিটা গ্রামের কংশ নদী থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী।
নিহতের বাবা পল্লী চিকিৎসক রফিকুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। এদিকে, ঘটনা বিষয়ে স্থানীয়রা জানান, সকালে রাহিম কংশ নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে দুপুরে এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে।
তবে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বাংলানিউজকে জানান, এ বিষয়ে খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
আইএ