রাঙামাটি: রাঙামাটির ধর্মচক্র বৌদ্ধ বিহারে ২১তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় আকাশ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দানোৎসবের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
সকাল থেকে বৌদ্ধ বিহারে সূত্রপাঠ, পুষ্প পূজা, দানীয় সামগ্রী গ্রহণ, বুদ্ধ পূজা, উপগুপ্ত পূজা, সংঘদান, ভিক্ষু সংঘের পিণ্ডদান, পঞ্চশীল প্রার্থনা, ভিক্ষু সংঘের ধর্ম দেশনাসহ সারা দিন বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
দুপুরে ভিক্ষু সংঘের ধর্ম দেশনা অনুষ্ঠানে নানিয়ারচর বিসুলতা খামার পাড়া বৌদ্ধ বিহারের ভিক্ষুক ভদন্ত উ পাইন্দ্যা বংশ মহাথেরের সভাপতিত্বে প্রধান ধর্মদেশক ছিলেন ভদন্ত উ পঞ্চা চকক মহাথের।
এ সময় প্রধান ধর্মদেশক দেশনায় বলেন, গৌতম বুদ্ধ এই কঠিন চীবর দানের মাধ্যমে নিজের জীবনকে পরিশুদ্ধ করার জন্য শিক্ষা দিয়ে গেছেন। সব দানের শ্রেষ্ঠ এ দানের মাধ্যমে ভক্তরা বুদ্ধের আনুগত্য লাভের চেষ্টা করে।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
এমজেড