ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নড়িয়ায় কলেজছাত্রীর মরদেহ উদ্ধার, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
নড়িয়ায় কলেজছাত্রীর মরদেহ উদ্ধার, আটক ২ ছবি : প্রতীকী

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মারিয়া আক্তার মিম (১৮) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
 
শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পাচক গ্রামের একটি গাছে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।

 
 
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চাচাতো ভাই সোহেল গোরাপী ও চাচাতো বোন সুমাইয়া আক্তারকে আটক করেছে পুলিশ।  
 
নিহত মারিয়া আক্তার মিম পাচক গ্রামের আনোয়ার গোরাপীর মেয়ে। তিনি শরীয়তপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
  
স্থানীয়রা জানায়, মিম পাচক গ্রামে তার চাচা এসকান্দার গোরাপীর বাড়িতে থেকে লেখা পড়া করছিলেন। তার বাবা-মা ঢাকায় বসবাস করেন। শনিবার সকালে তার চাচি রেনু বেগম ঘুম থেকে জেগে মিমকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির সামনের একটি গাছে মিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।  
 
রেনু বেগমের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
নিহত মিমের বাবা আনোয়ার গোরাপী বলেন, শুক্রবার রাতে ফোন দিয়ে টাকা চেয়েছিল মিমি। সকালে মেয়ের আত্মহত্যার খবর পেয়ে আমরা ঢাকা থেকে বাড়িতে আসি। কি কারণে এ ঘটনা ঘটেছে তা বলতে পারছিনা।
 
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বাংলানিউজকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  
 
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।