ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
ফেনীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

ফেনী: ফেনীতে ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ মোস্তফা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  
 
শনিবার (৭ নভেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের  ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


 
নিহত মোস্তফা ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের ফতেপুর গ্রামের বাসিন্দা।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোস্তফা তার বাড়ি থেকে বের হয়ে মোবাইলে কথা বলতে বলতে রেলপথের খুব কাছে দিয়ে হেঁটে পাশের শর্শদি রেল স্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।  
 
রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেজবাউল আলম ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।