দিনাজপুর: দিনাজপুরে মাদকবিরোধী অভিযানে নারীসহ ছয় জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) সকাল থেকে বিকেল সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক কর হয়।
আটকরা হলেন- জাহাঙ্গীর আলম (২২), তজির উদ্দীন (৩৫), মাসুম হোসেন (২০), শাহজাহান আলী (২২), আলিম উদ্দীন (৩২) ও সামসুন নাহার (৩০)।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সদর উপজেলায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয় জনকে আটক করা হয়।
আটকদের বিকেলে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
এমজেড