ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ৩৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ৩৩

ফরিদপুর: পুলিশ, র‌্যাব ও বিজিবির যৌথ অভিযানে ফরিদপুরে আরও ৩৩ জন গ্রেফতার হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার দিনগত রাত ১২টা থেকে শুক্রবার দিনগত রাত ১২টা পর্যন্ত ৭৩ জনকে গ্রেফতার করা হলো।



শনিবার(৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, যৌথ বাহিনীর অভিযানে দুইটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, দুই কেজি ৯০ গ্রাম গাঁজা ও এক হাজার ৪৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  

এসময় ১১ মাদক ব্যবসায়ী, বিভিন্ন মামলার ১৬ আসামি, প্রতিরোধমূলক ধারা ও ওয়ারেন্টভুক্ত ৪৪ জন এবং সাজাপ্রাপ্ত একজনসহ মোট ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়- শুক্রবার(৬ নভেম্বর) দিনগত রাত পৌনে ১১টার দিকে শহরের শ্রীঅঙ্গনের সামনের রাস্তা থেকে একটি দেশি তৈরি শুটার গান ও এক রাউন্ড গুলিসহ পিয়াল খান (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার বাড়ি ফরিদপুর শহরের শোভারামপুর এলাকায়। এছাড়া শহরের গুহলক্ষ্মীপুরস্থ রেলওয়ে বস্তি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটার গান উদ্ধার করা হয়।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, যৌথ বাহিনী ফরিদপুর সদর থেকে ২৫, মধুখালী ৬, বোয়ালমারী ৯, আলফাডাঙ্গা ২, চরভদ্রাসন ২, সদরপুর ২, ভাঙ্গা ১৭, নগরকান্দা ৩ এবং সালথা উপজেলা থেকে ৭ জনকে গ্রেফতার করেছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বাংলানিউজকে জানান, ফরিদপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে ফরিদপুর জেলা পুলিশ, গোয়েন্দা শাখা, র‌্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সমন্বয়ে এ যৌথ অভিযান চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
পিসি /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।