ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
ভাঙ্গায় নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

ফরিদপুর: ফরিদপুরের নিখোঁজের একদিন পর জহুরুল ব্যাপারী (২০) নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০৭ নভেম্বর) বিকেলে ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের বালিয়াহাটি গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।



জহরুল ওই গ্রামের নুর ইসলাম ব্যাপারীর ছেলে।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুর রহমান জানান, শুক্রবার সকালে গরু কেনার জন্য টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর শনিবার বিকেলে এলাকাবাসী ধানক্ষেতে ব্যবসায়ীর মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

তিনি জানান, নিহত ব্যবসায়ীকে দুবৃর্ত্তরা গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।