নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় রত্না রানী শীল নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তার স্বামী কৃষ্ণ চন্দ্র শীলকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে বেগমগঞ্জ থানার শহর উপ-পরিদর্শক (টিএসআই) ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে পুলিশ সদস্যরা ঢাকার ওয়ারী এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
কৃষ্ণ চন্দ্র শীল উপজেলার চৌমুহনী পৌরসভার গণিপুর গ্রামের অমলচন্দ্র শীলের ছেলে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে পুরান ঢাকার ওয়ারী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে কৃষ্ণ চন্দ্র শীলকে গ্রেফতার করা হয়। গৃহবধূ রত্না রানী হত্যা মামলার প্রধান আসামি তিনি।
৩ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে চৌমুহনী পৌরসভার কলেজ রোড় এলাকার বাসা থেকে গৃহবধূ রত্না রানীর মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা অমূল্য শীল বাদী হয়ে স্বামী কৃষ্ণ চন্দ্র শীলকে প্রধান আসামি করে ছয় জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই দিন বিকেলে অভিযান চালিয়ে কৃষ্ণ চন্দ্রের মা শশী রানী শীল ও ভাগ্নে শুভ্র শীলকে গ্রেফতার করে।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
এমজেড