ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর দুই প্রকল্প, সাময়িক কষ্ট মানতে মন্ত্রীর অনুরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
রাজধানীর দুই প্রকল্প, সাময়িক কষ্ট মানতে মন্ত্রীর অনুরোধ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মেট্রোরেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকালে ঢাকার জনসাধারণের চলাচলে কিছুটা কষ্ট হলে তা মেনে নিতে অনুরোধ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে মগবাজার ও যাত্রাবাড়িতে ফ্লাইওভার নির্মাণের মতো কোন দুর্ভোগ হবে না বলে আশ্বাস দেন তিনি।



শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁয়ে সড়ক ভবন নির্মাণ কাজের সূচনা করে দ্বিতীয় দফায় ব্রিফিংয়ে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘ঢাকার যানজট নিরসনের সবচেয়ে বড় দুটি প্রকল্প মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান। এ সময় নির্মাণকাজের জন্য জনসাধারণকে কিছুটা কষ্ট স্বীকার করতে তবে। ’

তবে মন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, ‘মগবাজার এবং যাত্রাবাড়িতে মেয়র হানিফ ফ্লাইওভার নির্মাণে যে জনকষ্ট হয়েছে এবার আর  তা হবে না। ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের দুর্ভোগ সহনীয় মাত্রায় রাখার ব্যবস্থা করা হবে। ’

তারপরও সাময়িক কিছু কষ্ট হতে পারে উল্লেখ করে ভবিষ্যতের বৃহত্তর স্বার্থে তা মেনে নিতে অনুরোধ করেন করেন মন্ত্রী। সাংবাদিকদের প্রতিও এ বিষয়ে জনমত সৃষ্টি করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ২০১৮ এবং ২০১৯ সালে যখন বড় বড় প্রকল্পের কাজ শেষ হবে, তখন যানজট নিরসন সহ যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন হবে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
এসএ/আরআই

** সড়ক ভবন নির্মাণ কাজের উদ্বোধন 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।