ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
সোনাগাজীতে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪ ছবি: প্রতীকী

ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলার বিভিন্ন স্থান থেকে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার(৬ নভেম্বর) রাত ও শনিবার(৭ নভেম্বর) বিকেলে তাদের গ্রেফতার করা হয়।



এর মধ্যে বিকেলে মঙ্গলকান্দি গ্রামের অভিযান চালিয়ে দুই মাসের সাজাপ্রাপ্ত আসামি বাবুল চক্রবর্তীকে(৪০) গ্রেফতার করা হয়।

শুক্রবার রাতে উপজেলার বগাদানা ইউনিয়নের ব্রামনী বাজার এলাকায় অভিযান চালিয়ে ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি মিজানুর(৩৫), চর চান্দিয়া ইউনিয়নের চর চান্দিয়া গ্রাম থেকে গ্রেফতারি পরোয়ারাভুক্ত আসামি আবুল কাশেম (৩৫) ও পৌর এলাকার চর গণেশ গ্রাম থেকে আসামি মোস্তফা হাসানকে (২৮) গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।