গাজীপুর: গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাদাখলার গ্রামে একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (০৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শ্রীপুর স্টেশনের কর্মকর্তা জিহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই এলাকার ইসরাক স্পিনিং মিল নামে একটি সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার ওয়েস্টিজ গোডাউন থেকে আগুনের সূত্রাপাত ঘটে বলে জানিয়েছেন তিনি।
কারখানার মহাব্যবস্থাপক (জিএম) হায়দার আলী জানান, আগুনে গুদামের প্রায় পাচশ’ বেল্ট, দুইটি লাইনে থাকা রিসাইক্লিং মেশিনারিজ মালামাল পুড়ে গেছে।
এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫, আপডেট: ২২০৬ ঘণ্টা
এমএ/