ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে মাদকসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
গোদাগাড়ীতে মাদকসহ আটক ২

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাপাল এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার (০৭ নভেম্বর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে তাদের আটক করেন।



আটকরা হচ্ছেন- গোদাগাড়ীর মাছমারা গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল আলী (৩২) ও চাঁপাইনবাবগঞ্জ সদরের চুনাখালী ঘটিপাড়া গ্রামের সাদিকুল ইসলামের ছেলে তায়েফুর রহমান মিলন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাজিম উদ্দিন বাংলানিউজকে জানান, আটকরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য চোরাচালানের সঙ্গে জড়িত।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন ও ৭০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

থানায় সোপর্দ করার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।