ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

‘শার্লি এবদো’র নির্মম রঙ্গ-তামাশা!

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
‘শার্লি এবদো’র নির্মম রঙ্গ-তামাশা!

ফরাসি ব্যঙ্গ পত্রিকা শার্লি এবদোর (Charlie Hebdo)  ব্যঙ্গ-বিদ্রূপ স্বাভাবিক ভব্যতা ও কাণ্ডজ্ঞানের সকল মাত্রা ছাড়িয়ে গেছে বারবার। সস্তা জনপ্রিয়তা লাভের জন্য মুসলমানদের ধর্ম নিয়ে ব্যঙ্গ-কটূক্তি করে এরা সারাবিশ্বের মুসলমানদের ক্রোধের তোপে পড়েছিল।

ঘৃণা ছড়ানোর নোংরা মিশন নিয়ে এগিয়ে চলা পত্রিকাটি পরে উগ্রপন্থি মুসলমানদের হামলার শিকারও হয়েছিল। এরপর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংঘাত সহিংসতার শিকার হয়ে লাখো লাখো বিপন্ন নারী-পুরুষ ঘরবাড়ি হারিয়ে শুধু প্রাণ হাতে নিয়ে পাহাড়-সমুদ্র বনবাদাড় ও দুর্গম পথ পাড়ি দিয়ে ইউরোপের পানে ছুটল। সমুদ্রে ঘটতে থাকলো বিপন্ন অসহায় মানুষের সলিলসমাধি। আয়লান কুর্দি নামের একটা ছোট্ট সিরীয় শিশু সমুদ্রে ডুবে মরার পর শরণার্থী সমস্যাটি নিয়ে পশ্চিমাদের কিছুটা টনক নড়লো। কিন্তু তবু শার্লি এবদো নামের পত্রিকাটি এ নিয়েও করলো নির্মম রসিকতা। তার রেশ না ফুরাতে এবার তারা মিশরের  শারম আল শেখ—এর আকাশে বিধ্বস্ত রুশ বিমানের নিহত ২২৪ জন রুশ যাত্রীকে নিয়েও এক আপত্তিকর কার্টুন ছেপেছে। মানুষের মৃত্যু নিয়ে এমন নির্মম আর কাণ্ডজ্ঞানহীন রসিকতা করে পত্রিকাটির কর্তৃপক্ষ ও কর্মীদের অসুস্থ মানসিকতা ও বর্ণবাদী মনেরই নগ্ন পরিচয় দিয়েছে।

শার্লি এবদো  তাদের এ সপ্তাহের সংস্করণে যে কার্টুনটি ছেপেছে তাতে দেখা যাচ্ছে, দুর্ঘটনাকবলিত রুশ বিমানটির বিভিন্ন অংশ আকাশ থেকে নিচে গিয়ে পড়ছে ইসলামী জঙ্গি গোষ্ঠি আইসিসের এক সদস্যের মাথার ওপর। আর কার্টুনটির নিচে যে ক্যাপশন দেওয়া হয়েছে: ‘আইসিল: রাশিয়ান বিমানবাহিনী তাদের বোমা হামলা জোরদার করেছে। ’

বুঝুন অবস্থা, কেমন অসুস্থ মানসিকতা! 

পত্রিকাটি একটা নয়, এ নিয়ে আরো একটা কার্টুন ছেপেছে। সেই কার্টুনে আঁকা হয়েছে ধ্বংসস্তূপের মাঝে একজন হতভাগ্য বিমানযাত্রীর মাথার খুলি। আর তাতে জুড়ে দেওয়া হয়েছে যে ক্যাপশন তাতে লেখা: ‘রাশিয়ার কম ভাড়ার ফ্লাইটের ঝুঁকি। ’ 

এই কার্টুন রাশিয়ার  কোটি কোটি শোকার্ত মানুষের হৃদয় ভেঙে দিয়েছে। ক্রেমলিনও শুক্রবার এ-ব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানাতে ভোলেনি। তারা একে ‘অসুস্থ বিদ্বেষ’ বলে অভিহিত করেছে।

 রুশ নিম্নকক্ষের ডেপুটি স্পিকার ইভান মেলনিকভ বলেছেন, “‘এটা রসিকতা নয়, বরং এ হচ্ছে এক কদর্য বিদ্রূপ’।

বাংলাদেশ সময়: ০০৪১ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।