ঢাকা: রাজধানীর ডেমরা এলাকায় ভাড়াটিয়া সেজে অভিনব কায়দায় মা ও মেয়েকে অচেতন করে স্বর্ণ ও টাকা লুট করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে ডেমরার শারুলিয়া ৫ নং ওয়ার্ড চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় মা পপি (৪৫) ও মেয়ে হেমাকে (২৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হেমার স্বামী রুহুল আমিন বাংলানিউজকে বলেন, তিনজন মহিলা কয়েকবার করে এসে বাসা ভাড়া নেয়। আজকে মালপত্র আসছে বলে তারা বাসায় আসে। পরে বাসায় তিন মহিলাকে দেখতে গেলে হেমা ও তার মা পপিকে বেলের শরবত খাইয়ে অচেতন করে।
এরপরে তারা বাসায় কাঠের আলমারি ভেঙে কানের দুল, চেইনসহ প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান। পরে আশপাশের লোকজন এসে মা-মেয়েকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে ডেমরা থানাকে অবহিত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
এজেডএস/আরইউ/এমজেএফ