ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
ছিনতাইকারীর ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত ছবি: প্রতীকী

ঢাকা: নারায়ণগঞ্জে ছিনতাকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত এক ভ্যানচালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রাজু (৩৫) নামে ওই ভ্যানচালক ফতুল্লাহ স্টেডিয়ামের পশ্চিম পাশের গলির বাসিন্দা ছিলেন।



রোববার (০৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ছিনতাইকারীর কবলে পড়েন রাজু।
 
রাজুর সঙ্গে থাকা কবির হোসেন বাংলানিউজকে বলেন, নারায়ণগঞ্জ কোর্ট এলাকা থেকে কার্টন বোঝাই করে নবাবপুরের উদ্দেশে রওয়া দেই আমরা। আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে ভূঁইঘরের রূপায়ণ গলিতে পৌঁছালে হঠাৎ করে দুজন ছিনতাইকারী রাজুর পেটে ছুরিকাঘাত করে মোবাইল ও সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়।

আহত অবস্থায় রাজুকে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলেও জানান কবির হোসেন।

ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ এ খবর নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০৭২১ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।