ঢাকা: রাজধানীর মুগদায় নারী সংক্রান্ত একটি ঘটনার জের ধরে মারধরে আহত আল-আমিন (১৮) নামে এক নুডুলস বিক্রেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে ধানমন্ডির কিডনি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) আজমল বাংলানিউজকে এ খবর নিশ্চিত করে জানান জানান, মনির মুগদার মদিনাবাগে নুডুলস বিক্রি করতো।
বুধবার (৪ নভেম্বর) এলাকায় নারী সংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্রকে কয়েকজন যুবক আল-আমিনকে মারধর করে। মারধরে গুরুতর আহত হলে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) ভর্তি করা হয়। পরে ধানমন্ডির কিডনি জেনারেল হাসপাতালে ভর্তি স্থানান্তর করা হয়।
শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মনির মারা যান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’ যুবককে আটক করা হয়েছে বলেও জানান এসআই আজমল।
নিহত আল আমিনের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০৭৪৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এজেডএস/আরইউ