ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

‘আমাকে নিয়ে টিপ্পনি কাটায় রেগেছিলেন মহসিন আলী’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
‘আমাকে নিয়ে টিপ্পনি কাটায় রেগেছিলেন মহসিন আলী’ ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ ভবন থেকে: দশম জাতীয় সংসদের সদস্য প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীকে সাদা মনের মানুষ বলে আখ্যায়িত করেছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে মহসিন আলী গর্বিত ছিলেন।

আমি দেখেছি, তার মুখ দিয়ে কখনো কোনো কটূ কথা বের হতো না। অথচ তার একটি কথায় সাংবাদিকরা রেগে গেলেন। কিন্তু যে সাংবাদিকের ওপর তিনি রেগে গেলেন সেই সাংবাদিক কী বলেছিলেন, তা হয়তো কেউ জানেন না।
 
রোববার (০৮ নভেম্বর) রাতে জাতীয় সংসদে সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে আনা শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
 
শেখ হাসিনা বলেন, ওই সময় যে সাংবাদিকের ওপর তিনি রেগেছিলেন, সেই সাংবাদিক তার পাশে গিয়ে আমাকে নিয়ে টিপ্পনি কেটেছিলেন বলেই তিনি সহ্য করতে পারেননি। তার কথাটিই শুধু সবাই শুনলেন। কিন্তু তাকে যিনি এ মন্তব্য করলেন, তার কথা হয়তো কেউ জানেন না।
 
তিনি আরও বলেন, তৃণমূল থেকে ধাপে ধাপে রাজনীতি করে তিনি (মহসিন আলী) এই পর্যায়ে এসেছিলেন। ছাত্রলীগ করেছেন, যুবলীগ করেছেন, এরপর আওয়ামী লীগ করেছেন। তিন তিনবার পৌরসভার চেয়ারম্যান ছিলেন, শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এ রকম একজন ত্যাগী মানুষকে আমি মন্ত্রী করেছিলাম। আমি তাকে ভালোভাবেই চিনি। অনেকেই তার কিছু আচরণে বিরক্তি প্রকাশ করেছেন। তাকে মন্ত্রিসভায় রাখা যায় কি-না, তাও ভেবে দেখতে বলেছিলেন। আমি তাকে বাদ দেইনি। কারণ, তার ওপর আমার আস্থা ছিল।
 
মহসিন আলী সংস্কৃতিমনা মানুষ ছিলেন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, তিনি গান গাইতে খুব পছন্দ করতেন। সমসাময়িক ইংরেজি গানগুলো তিনি সংগ্রহ করতেন। মহসিন আলী বেতারের নিয়মিত শিল্পী ছিলেন। এই সংসদে তিনি গান গেয়েছেন, আমি আমার চেম্বারে বসে শুনেছি।

শেখ হাসিনা বলেন, মহসিন আলী মুক্তিযুদ্ধে গেছেন, আহত হয়েছেন। তিনি যা উপার্জন করেছেন, তা মানুষকে দু’হাত ভরে দান করেছেন। তিনি স্থানীয় বেশ কিছু সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
এসএম/আরএম

** দলীয় পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে
** ২০০টি খাদ্য গুদাম ব্যবহারের অনুপযোগী
** প্রবাসে মহিলা কর্মীদের বিচ্ছিন্ন নির্যাতনের ঘটনা ঘটছে
** অষ্টম অধিবেশন চলবে ২৩ নভেম্বর পর্যন্ত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।