ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ভেড়ামারায় এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
ভেড়ামারায় এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা ছবি: প্রতীকী

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মন্টু (৩৮) নামে এক ব্যক্তিকে চোখ উপড়ে ও গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৭ নভেম্বর) রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পরানখালি আওড়ের বিল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মন্টু উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের মৃত নবির উদ্দিনের ছেলে। তিনি ঘটক হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা থেকে পরিবারের লোকজন তার মোবাইল ফোনটি বন্ধ পায়। এরপর তাকে খুঁজে কোথাও পাওয়া যায়নি।

রোববার সকালে পরানখালি আওড়ের বিলের ফাঁকা মাঠে মন্টুর গলায় দড়ি দিয়ে ফাঁস দেওয়া ও চোখ উপড়ানো মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।