ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মেলান্দহে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
মেলান্দহে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলায় সূর্য বেগম (১০) নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত স্কুলছাত্রীর মা হনুফা বেগম পুলিশকে জানিয়েছেন, এলাকার কয়েকজন বখাটে যুবক স্কুলে যাতায়াতের সময় সূর্যকে উত্ত্যক্ত করতো।

এনিয়ে বিচার-সালিশও হয়েছে। এর জের ধরে তার মেয়েকে হত্যা করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সূর্য একই উপজেলার আদ্রা ইউনিয়নের দিনমজুর কুদ্দুস আলীর মেয়ে। সে স্থানীয় বালুআটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল হালিম জানান,  সূর্য নিজেদের ঘরে ঘুমিয়ে ছিল। রোববার ভোরে তার বাবা কাজে বেরিয়ে যাওয়ার পর অজ্ঞাতপরিচয় চারজন তাদের ঘরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাচ্ছিল। এসময় ধস্তাধস্তির শব্দ শুনে পাশের ঘর থেকে মেয়েটির মা ছুটে এলে তাকে ধাক্কা দিয়ে দুর্বত্তরা পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সকালে পুলিশ সেখানে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আশরাফ নামে এক যুবককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।