ঢাকা: মিরপুরের ঝুট ব্যবসায়ী মাহাবুবুর রহমান ওরফে সুজন ও বিহারী যুবক জনি হত্যাসহ তিন মামলায় পুলিশের বরখাস্তকৃত উপ-পরিদর্শক (এসআই) জাহিদের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
রোববার (০৮ নভেম্বর) বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ জানান, দুই লাখ টাকা চাঁদা চেয়ে ২০১৪ সালের ১৩ জুলাই রাজধানীর শঙ্কর থেকে মাহাবুবুর রহমান, তার স্ত্রী মমতাজ সুলতানা ও পাঁচ বছরের শিশুসন্তান মোশাররফকে মিরপুর থানায় ধরে নিয়ে যান এসআই জাহিদ। পরে থানায় মমতাজ ও তার সন্তান মোশাররফকে এক কক্ষে আটকে রেখে পাশের কক্ষে মাহাবুবুরের ওপর নির্যাতন চালানো হয়। এ ঘটনায় মৃত্যু হয় তার।
এর চারদিনের মাথায় গত বছরের ১৭ জুলাই বিচারিক আদালতে মিরপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন, এসআই জাহিদসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন মাহাবুবুরের স্ত্রী মমতাজ সুলতানা। এরপর জাহিদকে থানা থেকে আটক করে পুলিশ।
এদিকে, মাহাবুবুরের ময়নাতদন্ত পাওয়ার পর ১৩ জুলাই পুলিশও জাহিদের বিরুদ্ধে মামলা করে। এছাড়া মিরপুরের বিহারী ক্যাম্পের ইমতিয়াজ রকি নামের এক ব্যক্তি তার ছেলে জনিকে হত্যার অভিযোগে ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি বিচারিক আদালতে জাহিদের বিরুদ্ধে মামলা করেন। এ তিন মামলায় গ্রেফতার জাহিদ হাইকোর্টে জামিন আবেদন করেন।
রোববার শুনানি শেষে হাইকোর্ট এসআই জাহিদের আবেদন খারিজ করে দেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ০৮,২০১৫
ইএস/আরএইচ