ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ছিটমহলবাসীর জন্য বিশেষ আইনবিধি প্রয়োজন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
ছিটমহলবাসীর জন্য বিশেষ আইনবিধি প্রয়োজন ছবি: শাকিল/বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ঢাকা: ছিটমহলের জনগণের জন্য ভূমি সংক্রান্ত ও অন্যান্য জটিলতা দূরীকরণে বিশেষ আইন প্রণয়ন সম্ভব না হলেও বিশেষ আইন বিধি প্রণয়ন করা উচিত বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড.ইফতেখারুজ্জামান।

রাজধানীর প্রেসক্লাবে আইন ও সালিশ কেন্দ্র, এএলআরডি ও টিআইবি কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে বেলা সোয়া ১২ টায় এসব কথা বলেন তিনি।



তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত জায়গা হচ্ছে ভূমি সংক্রান্ত বিভাগগুলো। আমাদের বিভিন্ন জরিপ পর্যালোচনায় এমনটাই দেখা গেছে। সম্প্রতি ছিটমহলের মানুষদের জমি সংক্রান্ত জটিলতা দেখা যাচ্ছে। যারা ভারতে চলে যাচ্ছেন তাদের জমি কেনা-বেচা কিভাবে হবে সে বিষয়ে নির্দেশনা তৈরি করতে এ সময় ছিটমহলের মানুষের জন্য বিশেষ ভূমি ট্রাইবুনাল গঠনের ওপর জোর দেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল।

তিনি বলেন,  ছিটমহলবাসীদের জন্য জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য সরকারের ভূমি ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নিতে হবে। গণ আদমশুমারিতে বাদ পড়ে যাওয়া ব্যক্তিদের জমি তাদের নামে রেকর্ডভুক্ত করার উদ্যোগ নিতে হবে। ছিটমহলবাসীর জমি অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষা করার ব্যবস্থা করা উচিত।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, নভেম্বর ০৮,২০১৫
ইউএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।