ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশে কখনোই জঙ্গিবাদ ঘাঁটি গাড়তে পারবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
বাংলাদেশে কখনোই জঙ্গিবাদ ঘাঁটি গাড়তে পারবে না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা: বাংলাদেশে কখনোই জঙ্গিবাদ ঘাঁটি গাড়তে পারবে না বলে মন্তব্য করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহা-পরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

তিনি বলেন, দেশ বিরোধী, সমাজ বিরোধী জঙ্গি-সন্ত্রাসীদের সবার সহযোগিতা নিয়ে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।



রোববার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, দেশে অবস্থানরত বিদেশিরা আমাদের মেহমান। তাদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। সম্প্রতি দু’জন নিরীহ বিদেশিকে হত্যা করা হয়েছে। এছাড়া পাবনায় খ্রিস্টান ধর্ম যাজক লুক সরকারকে হত্যার চেষ্টাকারী জেএমবি সদস্যদের গ্রেফতার করা হয়েছে। কিছু নাশকতার ঘটনায় ধারণা করা হচ্ছে যে দেশে জেএমবি কার্যক্রম রয়েছে।

বেনজীর আহমেদ আরো বলেন, সন্ত্রাসীদের প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। দেশের কেউ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে সে বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় পাবনার পুলিশ সুপার আলমগীর কবীর, সহকারী পুলিশ সুপার লিটন কুমার দাস, সিদ্দিকুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।