ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়া থেকে অপহৃত শিশু উদ্ধার, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
আশুলিয়া থেকে অপহৃত শিশু উদ্ধার, আটক ২ ছবি : প্রতীকী

আশুলিয়া (ঢাকা): আশুলিয়া থেকে অপহৃত শিশু সৌরভকে অপহরণের তিনদিন পর সাভারের হেমায়েতপুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই অপহরণকারীকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।



রোববার (০৮ নভেম্বর) আশুলিয়া থানার পক্ষ থেকে ‍ বিষয়টি জানানো হয়।

আটক দুই অপহরণকারী হলেন- গাইবান্ধা জেলার গোবীন্দগঞ্জ থানার মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে জুয়েল ও একই থানার হোসেনপুর এলাকার রাজু মিয়ার ছেলে পাকুল।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে আশুলিয়া কাইচাবাড়ি এলাকার মজনু মিয়ার বাড়ির ভাড়াটিয়া জুয়েল ও পাকুল কৌশলে ওই বাড়ির অপর ভাড়াটিয়া মোস্তফা কামালের ৭ বছরের শিশু সৌরভকে অপহরণ করে। পরে মুক্তিপণ হিসেবে সৌরভের পরিবারের কাছে ৫ লাখ টাকা দাবি করে।

এ ঘটনায় সৌরভের বাবা মোস্তফা কামাল আশুলিয়া থানায় একটি অপহরণ মামলা করেন। পরে আশুলিয়া থানা পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সাভারের হেমায়েতপুরের একটি বাসা থেকে দুই অপহণকারীসহ শিশুটিকে উদ্ধার করে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল মোল্লা বাংলানিউজকে জানান, দুই অপহরণকারীকে আটক করা হলে চক্রের মূল হোতা গাফ্ফার পলাতক রয়েছে। তাকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসএনএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।