ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে আইনজীবী খুনের ঘটনায় মা-ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
গাজীপুরে আইনজীবী খুনের ঘটনায় মা-ছেলে আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: শিক্ষানবিশ আইনজীবী খন্দকার এনামুল হক বিপ্লবকে (৪২) খুনের ঘটনায় মাহবুর হাসান রাব্বি (২২) নামে এক যুবক ও তার মা নাজমা বেগমকে (৪০) আটক করেছে পুলিশ।

রোববার (০৮ নভেম্বর) তাদের আটক করা হয়।

আটককৃত রাব্বি নরসিংদী সদর উপজেলার সাহেবপ্রতাব এলাকার মাসুদুর রহমানের ছেলে। গাজীপুর সদরের বরুদা এলাকায় ভাড়া বাসায় থাকেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন বাংলানিউজকে জানান, রোববার সকালে রাব্বি জয়দেবপুর থেকে শ্রীপুরের ইজ্জতপুর এলাকায় পৌঁছালে তার শরীরের রক্তমাখা পোশাকে সন্দেহ হয় এলাকাবাসির। বিষয়টি পুলিশকে অবহিত করলে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করা হয়।

তিনি বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে খন্দকার এনামুল হক বিপ্লবকে খুনের বিষয়টি স্বীকার করেছেন রাব্বি। পরে জয়দেবপুরে তার বাসা থেকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে রাব্বি জানান, দীর্ঘদিন ধরে তার মাকে টিজ করে আসছিল বিপ্লব। এ কারণে তিনি ওই আইনজীবীকে খুন করেন।

এর আগে শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে গাজীপুর জেলা শহরের উত্তর ছায়াবিথী এলাকায় ছুরিকাঘাত ও রড দিয়ে পিটিয়ে বিপ্লবকে হত্যা করা হয়। তিনি উত্তর ছায়াবিথী এলাকার মৃত খন্দকার সামসুদ্দিনের ছেলে।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫/আপডেট: ১৪৫০ ঘণ্টা
আরএইচএস/আরএইচ

** গাজীপুরে আইনজীবী খুনের ঘটনায় আটক এক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।