গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলার ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে রফিকুল ইসলাম (৩৮) নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছেন।
রোববার (০৮ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের চিকিরপটল এলাকায় নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নিখোঁজ রফিকুল উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের ভাসাইপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয়রা জানায়, ওই ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ রক্ষা প্রকল্পের সিসি ব্লক তৈরির কাজ চলছে। পৌনে ১২টার দিকে ৩০ জন শ্রমিক বালুভর্তি নৌকা নিয়ে বাঁধে যাওয়ার সময় চিনিরপটল এলাকায় নৌকাটি ডুবে যায়।
এ সময় অন্য শ্রমিকরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন রফিকুল।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, নিখোঁজ শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসআর