মেহেরপুর: গাঁজা সেবন ও সংগ্রহ করার অপরাধে মেহেরপুরে গাংনী উপজেলায় তিন মাদকসেবীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামের আক্কেল আলীর ছেলে সিরাজুল ইসলাম সিরাজ (৪০), কোদাইলকাটি গ্রামের নুরুল ইসলামের ছেলে মমিনুল ইসলাম (৩৮) ও শিশিরপাড়া গ্রামের আব্দুল ওহাব মোল্লার ছেলে জাকিরুল ইসলাম (৩০)।
গাংনী থানার পুলিশ পরিদর্শক (ওসি/তদন্ত) মোক্তার হোসেন বাংলানিউজকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কুঞ্জনগর গ্রাম থেকে সিরাজ ও মমিনুলকে ১০ গ্রাম গাঁজা ও ধলার মোড় থেকে জাকিরুলকে ৩০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
পরে উপজেলার চোখতোলা মাঠের কাছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিন ব্যক্তিকে হাজির করা হলে দুপুর দেড়টার দিকে ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এএটি/এটি