ঢাকা: ‘আর কোনো দাবি নাই, নোয়াখালী বিভাগ চাই’ এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধন করেছে নোয়াখালী জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
রোববার (০৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এসব সংগঠনের প্রতিনিধিরা মানববন্ধনে এ দাবি জানান।
বক্তারা বলেন, কুমিল্লার চেয়ে কোনো অংশে কম নয় নোয়াখালী জেলা। এজন্য নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা হোক।
চলতি বছরের ২৬ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লা বিভাগ গঠনের লক্ষ্যে একটি সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর ছয় জেলা নিয়ে কুমিল্লা বিভাগ গঠনের জন্য প্রশাসনিক কাজ শুরু হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. নজরুল ইসলামকে সভাপতি করে নয় সদস্যবিশিষ্ট কমিটিও গঠন করা হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে নোয়াখালী জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল হক চৌধুরীর ঘোষণার সঙ্গে সংহতি প্রকাশ করে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নামে নোয়াখালীবাসী।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসইউজে/আরএইচএস/টিআই