ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

তালায় সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে ডাকাতি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
তালায় সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে ডাকাতি

তালা(সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সৈয়দ দিদার বখত্’র বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ তিন লাখ টাকা ও আট ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে।



শনিবার (৭ নভেম্বর) দিনগত গভীর রাতে তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের হাসেমি বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় রোববার(৮ নভেম্বর) থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

গোলাপ শেখ নামে প্রতিমন্ত্রীর এক আত্মীয় বাংলানিউজকে জানান, সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত্ তাঁর ঢাকার বাড়িতে অবস্থান করছিলেন। এ অবস্থায় শনিবার গভীর রাতে ৭/৮ জনের একদল ডাকাত তার বাড়িতে হানা দেয়। তাদের সবার হাতে অস্ত্র ছিল। এসময় তারা বাড়ির সবাইকে জিম্মি করে আট ভরি স্বর্ণালঙ্কার ও তিন লাখ টাকা নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তালা থানার ভারপ্রা‌প্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোলাপ শেখ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৭/৮ জন আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। জড়িতদের ধরতে এলাকায় অভিযান শুরু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।